Khoborerchokh logo

গাইবান্ধায় পেশাদার চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার 63 0

Khoborerchokh logo

গাইবান্ধায় পেশাদার চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার

তানিন আফরিন গাইবান্ধা থেকেঃ

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে সদর থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দুলালের ভিটা গ্রামের মনু মিয়ার ছেলে অন্তর মিয়া (২০), একই গ্রামের মৃত আবু বক্করের ছেলে আরাফাত ওরফে জার্মান (২৭), মৃত খলিলুর রহমানের ছেলে বাবলু মিয়া (৩৫) এবং পাশের আনালেরতারি গ্রামের মৃত আবু তালেবের ছেলে ওয়াহেদ মিয়া (৩৩)।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে চুরির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আগে থেকেই তথ্য ছিল। সেই সূত্র ধরে গত ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৬টার দিকে চক্রটি সাঘাটার বোনারপাড়া চৌরাস্তা মসজিদের সামনে থেকে একটি ইজিবাইক চুরি করে পালানোর সময় পুলিশ ধাওয়া করে একজনকে ইজিবাইকসহ হাতেনাতে গ্রেফতার করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার দাড়িয়াপুর হাট থেকে আরও একটি ইজিবাইকসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাঘাটা থানায় একটি নিয়মিত চুরির মামলা রুজু করা হয়েছে। সংবাদ সম্মলনে সাঘাটা থানার অফিসার ইনচার্জ রাকিব হোসেন এবং সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানাসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com